অনলাইন ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র। এর মধ্যে ১৬ নম্বর কেন্দ্রের প্রথম ভোটার মোমেনা খাতুন (৮৩)। ভোট দেওয়া শেষে বের হয়ে তিনি বলেন, ‘ভোট দিয়া ম্যালা ভালো লাগছে, আনন্দ পাইছি।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টার পর এনটিভি অনলাইনকে হাসতে হাসতে এ কথা বলছিলেন মোমেনা খাতুন।
মোমেনা খাতুন আরো বলেন, ‘আমার স্বামীর নাম চাঁন মিয়া। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান আমার চাচাতো দেবর। ভোট দিয়ে বের হওয়ার পরই সবাই আমার ছবি তুলল। ম্যালা ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার ছেলে আমাকে ধরে ভোট দিতে আনছে।’
একই কেন্দ্রে ভোট দিয়েছেন ৮৫ বছরের বৃদ্ধ আয়েশা আক্তার। তিনি ভোট দিতে পেরে মহাখুশি। ভোট দেওয়া শেষে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘কম্পিউটারে (ইভিএম) ভোট দিছি। অনেক ভালা লাগছে। কোনো অসুবিধা অয় নাই, সুন্দরভাবে দিছি।’
এই কেন্দ্রে ভোট দিয়েছেন ইয়াদি বেগম (৮২) নামের আরেক বৃদ্ধা। তিনি বলেন, ‘আমি সকাল সকাল আইসা ভোট দিছি। এমপি সাহেব আমাগো খোঁজ নিবেন, সাহায্য-সহযোগিতা করবেন। বহু বছর যাবৎ ভোট দিচ্ছি, ভালো লাগছে। কোনো ঝামেলা নাই।’
এদিকে, একই কেন্দ্রের ভোটার এ আসনটির উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। এ ছাড়া এ কেন্দ্রেই ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিবুল্লাহ বাহার।