অনলাইন ডেস্কঃ করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। অঙ্গরাজ্যটির মেয়র বিল দে ব্লাজিও সবাইকে বিধিনিষেধ মানার আহ্বান জানিয়ে বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এটাই শেষ সুযোগ।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পানশালা, রেঁস্তোরা, জিম রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া ১০ জনের বেশি জনসমাগমেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নতুন করে এক লাখ ৪২ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে প্রায় দেড় হাজার মানুষ। মোট শনাক্ত এক কোটি ছাড়িয়েছে।
এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনায় যুক্তরাজ্যের প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট শনাক্ত ১২ লাখের বেশি। চীনের তৈরি করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে ব্রাজিল। দুদিন আগে এক স্বেচ্চাসেবকের মৃত্যুর পর সিনোভ্যাকের ট্রায়েল স্থগিত করে ব্রাজিল।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওই স্বেচ্চাসেবকের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সংশ্লিষ্ঠতা নেই।